ঝিনাইদহের মহেশপুরের কানাইডাঙ্গা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের গামছা দিয়ে হাত বাঁধা ও মুখে টেপ জড়ানো ছিল। তার বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। তার বয়স ৩০-৩৫ বছর হবে।
মহেশপুর থানার এস আই মাসুদ জানান, সকালে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথায় ও বুকে গুলির করা হয়েছে এবং হাত বাধা আছে। দুর্বৃত্তরা অন্য কোন স্থানে হত্যা করে মৃতদেহটি ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাম পরিচয় জানা যায়নি। পরিচয় জানা গেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment