উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখছেন পুলিশ সুপার বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চারটি গ্রাপে আড়াই শতাধিক শিশু এবং রচনা প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুরা তাদের রঙতুলির আঁচড়ে শিল্পী সুলতান, মহান মুক্তিয্দ্ধু, গ্রামীণ মেলা, প্রাকৃতিক দৃশ্য, শিল্পী সুলতান, বাংলার কৃষক, শ্রমজীবী মানুষের চিত্রসহ বিভিন্ন দৃশ্য তুলে ধরেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ ছাড়া চিত্রশিল্পী এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর দেড় শতাধিক প্রতিযোগী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলার চতুর্থ দিনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বাকাহীদ হোসেনের সভাপতিত্বে বিশে অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ আলম, এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ। চিত্রশিল্পী বলদেব অধিকারী, সাংস্কৃতিক সংগঠক শেখ হানিফ, চিত্রশিল্পী সমীর মজুমদার প্রমুখ। এ সময় জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তাসহ, শিশুদের অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment