ঝিনাইদহ বিএফএফ -সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০১৯। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 21 March 2019

ঝিনাইদহ বিএফএফ -সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০১৯। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
“ বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগীতা   -২০১৯  গতকাল বুধবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগীতায় ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় টানা ৬ষ্ট বার ঝিনাইদহ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে শহীদ স্মৃতি বিদ্যাপীট , ঝিনাইদহ দল।  শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ফাহমিদা আলম মম। 

গতকাল বৃহষ্পতিবার সকাল  ৯ টায় সুহৃদ সমাবেশ ঝিনাইদহ জেলার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিযোগীতার উদ্ভোধন করেন ইশলামী বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন ।  এর আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের  অংশগ্রহনকারী  ছাত্র-ছাত্রী , অতিথি, সঞ্চালক , বিচারক , শিক্ষকবৃন্দসহ উপস্থিত সুহৃদ সমাবেশের সদস্য বৃন্দ সমবেত জাতীয় সংগীত পরিবেশেন করে উৎসবের  শুভ সুচনা করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমকাল ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু। পরে দুপুরে অধ্যাপক ড. রবিউল হোসেন প্রধান অতিথি হিসাবে  উপস্থিত থেকে   চ্যাম্পিয়ান, রানার্স আপ দল ও শ্রেষ্ঠ বক্তার মাঝে পুরস্কার বিতারণ করেন । এ প্রতিযোগিতায় জেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী  শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো ঝিনাইদহ সরকারী বালিকা  উচ্চ বিদ্যালয়,  শহীদ স্মৃতি বিদ্যাপীট, ঝিনাইদহ, ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ , ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ, ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ,ঝিনাইদহ,  বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও  পি, ডি, আর মাধ্যমিক বিদ্যালয়। 
বিতর্ক প্রতিযোগিতা ১ম রাউন্ড, সেমিফাইনাল ও  ফাইনাল এই তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ দল ঝিনাইদহ-কে এবং শহীদ স্মৃতি বিদ্যাপীট, ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। চুড়ান্ত রাউন্ডে  ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীট, ঝিনাইদহ-কে পরাজিত করে  টানা ৬ষ্ট  বারের মত চ্যাম্পিয়ন হয়। তাদের দলনেতা ফাহমিদা আলম মম ১২৭ নম্বর পেয়ে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়। 
অনুষ্ঠানে মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ নারিকেল বাড়িয়া ডিগ্রী কলেজের  উপাধ্যাক্ষ আব্দুস সালাম ।
এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন, হরিণাকুন্ডু লালন শাহ  সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুজ্জামান, ঝিনাইদহ আব্দুর রউফ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক খুরশিদ মোহম্মদ সালেহ ও  একই কলেজের প্রভাষক শাহানুর আলম।
ফলাফল তৈরী করেন  সমকালের শৈলকুপা প্রতিনিধি ও জরিপ বিশ্বাস  ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ তাজনুর রহমান ও সাংবাদিক সুলতান আল একরাম । প্রতিযোগিতায় সার্বিক সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করে সমকাল ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু ।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages