একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার ফুলছড়ি থানার ওসি বেলাল হোসেনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলছড়ি উপজেলার নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৭ মার্চ) বিকালে নির্বাচন ভবনে এক প্রেসব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা নির্বাচন কর্তাকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, ওসির বিরুদ্ধে এক প্রার্থী নির্বাচন কমিশনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ করেন। পরে ওসি বেলাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি। তবে, এ সংক্রান্ত নির্দেশনা এখনও জেলা নির্বাচন অফিসে আসেনি।
এর আগে, নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে শনিবার (১৬ মার্চ) গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
ওসি বেলাল হোসেন দুই বছর আগে ফুলছড়ি থানায় ওসির দায়িত্ব গ্রহণ করেন।
সোমাবার (১৮ মার্চ) ফুলছড়ি উপজেলা পরিষদসহ গাইবান্ধার পাঁচ উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment