ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 11 March 2019

ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ। একুশে মিডিয়া


রাবি প্রতিনিধি:>>>
ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোট।  সোমবার বিকেল ৩ টায় বিশ^বিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ক্যাম্পাসে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 
বিশ^বিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রনজু হাসানের সঞ্চালনায় সমাবেশে রাবি সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ গুণীজন তৈরির কারখানা। কিন্তু বর্তমানে ডাকসু নির্বাচনে অনিয়মের মধ্যে দিয়ে প্রমাণিত হল সেখানে ভোট কারচুপির চর্চা শুরু হয়েছে। এমনকি এহেন জঘন্য কর্মকান্ডকে ঢাকা বিশ^বিদ্যালয় প্রশাসন সহযোগিতা করছে। যা গণমাধ্যমে উঠে এসেছে। এটা শিক্ষার্র্থীদের জন্য অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
এসময় তারা ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। সেই সঙ্গে ভোট কারচুপির অপকর্মে লিপ্ত থাকা সকলকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ মহত্ব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা রিদম শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রী নেতা পোলটুডুসহ প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এ কর্মসূচি বাস্তবায়নে সকলকে এক যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাবি প্রগতিশীল ছাত্র জোট। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়, কলেজে ধর্মঘট কর্মসূচি পালন করার আহ্বান জানান তারা।







একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages