একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরে নতুন প্রজন্মকে প্রাণিত করার লক্ষ্যে এ অঞ্চলের মেধাবী তারুণ্যের সংগঠন ‘বাঁশখালী এক্সপ্রেস’ এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
গত ৩০ মার্চ শনিবার চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্ট-এ বাঁশখালী এক্সপ্রেস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রহিম সৈকতের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে নিউইয়র্ক অধিবাসী ইঞ্জিনিয়ার আহমেদ আবুকে চেয়ারম্যান, মোহাম্মদ কায়েস চৌধুরীকে আহবায়ক এবং আশিক সায়েম চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক-তৌহিদ চৌধুরী, ডাঃঅনিক গুহ, নুরুল মুক্তাদির ফয়সাল, অর্থ সচিব-রেজাউল করিম, যুগ্ম সচিব-তাহুরা সুলতানা রেখা, রিয়াজুল হক রিফাত।
কার্যনির্বাহী সদস্য-মনছুর উদ্দিন সিকদার, আব্দুল্লাহ আল রিয়াদ, মুসলিম উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment