![]() |
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:>>>
কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সভা শনিবার বিকালে দলিতের আয়োজনে প্রকল্প অফিসে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
![]() |
দলিতের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন তৃণমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মিত্র, উপদেষ্টা কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপদেষ্টা দলিতনেতা সুজন দাস, সম্পাদক স্পন্সরশীপ অফিসার হান্না সরকার, সিডিও দুলাল দাস, তৃণমূল সাংবাদিক দলের সহকারী সম্পাদক মিনা দাস, রিক্তা দাস, কণিকা দাস, বৈশাখি দাস, মেঘনা দাস, রিপন দাস, স্মৃতি দাস, সুফল দাস, সম্পা দাস প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment