মোঃ জাকির হোসেন, দোহার -নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জে মাটির চাপা পড়ে জাহেদুল (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। উপজেলার শোল্লা ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত জাহেদুল সিরাজগঞ্জের উল্লাপাড়ার চাহরিপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। সে সিংজোর এলাকার নুরু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় অন্য শ্রমিকদের সাথে ফতেহপুর ঘাট এলাকায় মাটি কাটার কাজে যায় জাহেদুল। বেলা সাড়ে ১২ টায় মাটি কাটার সময়ে উঁচু একটি মাটি ধাপ ভেঙে পড়ে।
এসময় অন্য সহযোগীরা সরে গেলেও মাটির নিচে চাপা পড়ে শ্রমিক জাহেদুল। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল করিম জানান, এ ব্যপারে নবাবগঞ্জ থানায় কোন অভিযোগ কেউ দাখিল করেনি বা ঘটনা সর্ম্পকে জানা নেই।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment