পেকুয়ায় সাত বার জবাই করার পরেও মুরগের মৃত্যু হয়নি!। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 1 April 2019

পেকুয়ায় সাত বার জবাই করার পরেও মুরগের মৃত্যু হয়নি!। একুশে মিডিয়া



এইচএম শহীদ পেকুয়া থেকে:>>>
কক্সবাজার পেকুয়া উপজেলায় সদর ইউনিয়নে এই আলোকিক ঘটনা ঘটেছে । জানা যায় ৩১তারিখ রবিবার সন্ধ্যায় সময় পেকুয়া সাবেক গুল্দী টেকপাড়া গ্রামের আলী 
আহমেদ এর ছেলে-রেজাউল করিমের বাড়িতে একটি বড় দেশীয় মুরগ জবাই করলে রক্ত বাহির হয়েছে অল্প   পর পর স্থানীয় লোক সহ মৌলনা ডেকে মোট সাত বার জবাই করার পরেও মৃত্যু হয়নি ।
সরজমিনে গেয়ে জানা যায় বাড়ির মালিক বলেন- গত রবিবার সন্ধ্যায় ৬টার সময় মুরগ টি জবাই করি কিন্তু মৃত্যু না হওয়ায় আবার জবাই করি তার পরেও মৃত্যু হয়নি মুরগ টি সারা রাত জীবিত ছিল এবং সোমবার সকালে আবার জবাই করি রক্ত আসে আবারো অল্প বেলা ২টা পযন্ত   এইভাবে সাত বার জবাই করি তবু হাটে ,ভয়ে  বাড়ির মধ্যে এক হুজুর দিয়ে  কোরআন পড়াচ্ছি
বাড়ির এক সদস্য জানান মুরগ টি ছোট্ট থাকার অবস্থায় মানত (ছদগা)হিসেবে মানে কিন্তু এখন  বড় হওয়ায় মানত কে দ্বিমত পোষণ করে খাবার জন্য ।
ঘটে এ-ঘটনা- মুরগ টি  দেখতে শত শত  মানুষ জড়ো হয়।প্রতিবেশী সাইফুল বলেন প্রায় টানা ২২ঘন্টা পরে মুরগ টি আস্তে অস্তে দুর্বল হয়ে  মৃত্যুর দিকে ঝুঁকতে
  তাকে পরে মৃত্যু হলে পাশের মৌঃ রফিক নিয়ে যায় বলে জানান । আগত লোকজন বলেন- ছদগার আমানত দিয়ে দিতে হয় না দেওয়ার কারণে এমনটাই হয়েছে এই সব আল্লাহ তাহ্ লার কুদরত।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages