এবিএস রনি, যশোর প্রতিনিধি:>>>
যশোরে ১’শ হতদরিদ্র পরিবারের মাঝে রমাদান ফুড বিতরণ করেছে হেল্প দ্যা নিডি চ্যারিটেবল ট্রাস্ট। বুধবার বিকেলে শহরতলীর বাহাদুরপুরস্থ এইচটিএনের নিজস্ব ক্যাম্পাসে আল-ইমদাদ ফাউন্ডেশনের অর্থায়নে এই রমাদান ফুড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হেল্প দ্যা নিডি চ্যারিটেবল ট্রাস্টের ক্যান্ট্রি কো-অর্ডিনেটর সুজন খন্দকারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চাল, ডাল, ছোলা, মুড়ি, চিনি, আলু, পেয়াজ, রসুনসহ ১৪ রকম সামগ্রী বিতরণ করা হয়। এত খাবার সামগ্রী হাতে পেয়ে বেজায় খুশি পরিবারের সদস্যরা।
দাইতলা গ্রামের খদেজা বেগম যাকে বগি নামেই চেনে সকলে। বগি খাবার সামগ্রী হাতে পেয়ে আনন্দে কেঁদে ফেলে বলতে থাকে এতদিন রোজা রাখতে আমার খুব কষ্ট হয়েছে। অনেক কষ্টে চেহেরী ও ইফতার করেছি। আজ এত খাবার সামগ্রী পেয়ে আমার খুবই আনন্দ হচ্ছে। আমার আর রোজার মধ্যে কষ্ট হবে না এমনকি ঈদও পার হয়ে যাবে এতে।
একই রকম অবস্থা হামিদপুরের রুপালি বেগমের। মাস ছয়েক আগে তার স্বামী মারা যায়। দুই মেয়ে, এক ছেলে ও বয়স্ক শশুর শাশুড়িদের নিয়ে কোন রকম টেনে টুনে চলে অভাবের সংসার। এত মালামাল একসাথে পেয়ে সেও আনন্দে কেঁদে ফেলে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment