কুমিল্লায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে তিন ডাক্তারের বিরুদ্ধে মামলা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 22 May 2019

কুমিল্লায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে তিন ডাক্তারের বিরুদ্ধে মামলা। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লায় নগরীর ঝাউতলা স্থানীয়  মুন হাসপাতালে ঘটে যাওয়া মর্মাহত ঘটনায় পুরো কুমিল্লা জুড়ে তোলপাড়। পেটব্যাথার ইনজেকশন দেওয়ার পর  রোগীর মৃত্যু।
মৃত্যু হওয়ার পর রোগীর স্বজনদের নিকট থেকে জোর পূর্বক ডাক্তারের ফি ও হাসপাতালের খরচ আদায় করা হয়।
এরপরই রোগীর স্বজনদের আত্ম- চিৎকার স্থানীয় জনগনের উপস্থিতি টের পেয়ে ডাক্তার পালিয়ে যায়।
পরে হাসপাতালে উৎসুক জনতার আগমনে নাজেহাল পরিস্থিতি হয়, এসময় স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।কিন্তু পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণ এর বিষয়টি সামাজিক যোগাযোগ ও মানবিকতায় কুঠারাঘাত করে।
একজন রোগী ভুল চিকিৎসায় কিংবা ডাক্তারের অবহেলায় মৃত্যু বরণ হলে তখন সেই পরিস্থিতি তে রোগীর স্বজনদের হিতাহিত জ্ঞান না থাকার বিষয়টি খুবই পরিষ্কার। কিন্তু এমতাবস্থায় একজন প্রশাসনের কর্মকতার উপস্থিত আচরণ সকলের দৃষ্টিতে অমানবিক হয়েছে।
উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য সিনেমার স্টাইলে সেই পুরাতন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অনেক সময় অনেক কথা বলা লাগে""এইদিকে ভুল চিকিৎসায় মৃত্যু হওয়া খুকু মনি সাহা(২৪) এর স্বামী  হত দরিদ্র অটোরিকশা চালক একবার এটা মনে করতে পারছেনা যে সত্যি ই কি তার স্ত্রী খুকুমনি আর বেঁচে নেই??উল্লেখ্য গতকাল সন্ধায় পেটে ব্যথা হওয়ায় গতকাল সন্ধ্যায় অটোরিকশা চালক খোকন সাহা তার  স্ত্রী খুকু মণির পেটে ব্যাথা হওয়ায় নগরীর মুন হাসপাতালে ভর্তি করায়, ভর্তি করানোর পর হাসপাতালে ডাঃ কোন পরীক্ষা -নিরীক্ষা ছাড়াই খুকুমনি সাহা কে  ইনজেকশন দেয় চিকিৎসক তাইফুর।
এরপরই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। এসময় বিল পরিশোধের জন্য চাপ দেয় চিকিৎসক সীমান্ত ও আশিক।
এসময় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।এদিকে স্থানীয় কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় ২১ মে মঙ্গলবার সকালে অটোরিকশা চালক খোকন সাহা ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে।এই বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান নিহতের স্বামী কুমিল্লা মুন হাসপাতালের ৩ চিকিৎসক এর নামে মামলা করেন এতে 
চিকিৎসক ডাক্তার তাইফুর, সীমান্ত ও আশিককে আসামি করা হয়।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages