বাঁশখালীতে মাটি কাটার স্কেভেটরের ধাক্কায় শিশুর মৃত্যু!। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 12 May 2019

বাঁশখালীতে মাটি কাটার স্কেভেটরের ধাক্কায় শিশুর মৃত্যু!। একুশে মিডিয়া

ফাইল ফটো
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে মাটি কাটার স্কেভেটরের আঘাতে জাহেদুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার (১২ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিশু জাহেদুল ইসলাম উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার নজরুল ইসলামের পুত্র। 
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকায় স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় খেলার ছলে থাকা শিশু জাহেদুল ইসলাম স্কেভেটরের বাগেটের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত শিশু জাহেদুল ইসলামের নিজ বাড়ী গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায়। সে নানার বাড়ি শীলকূপ ইউনিয়নে বেড়াতে গিয়েছিল। এরই মধ্যেই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে সে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। 
বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা মুনমুন একুশে মিডিয়াকে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যুবরণ করে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages