![]() |
রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। ঝিনাইদহ-খুলনামহসড়কের কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (১৬ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই কাজী আবুল খায়ের। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই জনের লাশ উদ্ধার করে।
![]() |
তবে তিনি নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
![]() |
ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, রাস্তার পাশে ট্রাকটি উল্টে যায়। এসময় চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment