প্রতিবেদককে সংবাদ প্রকাশে পরঃ ডিসির সহযোগিতার ভাতা কার্ড পেল ১৩ অসহায়। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 18 June 2019

প্রতিবেদককে সংবাদ প্রকাশে পরঃ ডিসির সহযোগিতার ভাতা কার্ড পেল ১৩ অসহায়। একুশে মিডিয়া


সবুজ সরকার, বেলকুচি  প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবেদককে সংবাদ প্রকাশের পর ডিসির সহযোগীতায় ১৩ জন অসহায় মানুষ ভাতা কার্ড পেয়েছে। প্রায় ৬ মাস পূর্বে বিভিন্ন গণমাধ্যমে "ভাতা পাচ্ছে না অসহায় মানুষ " শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি সিরাজগঞ্জের ডিসির দৃষ্টি গোচর হয়।
এরই ফলশ্রুতিতে ডিসির নির্দেশক্রমে বেলকুচি উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার ওলিউজ্জামান ১৭  জন  প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা কার্ড দেওয়া উদ্যোগ নেন।
কিন্তু ভাতা কার্ড সংকট থাকায় ১৩ জনকে দেওয়া হয়। বদলিজনিত কারণে ওলিউজ্জামান এই ভাতা কার্ড বিতরণ করতে না পরলে তার স্থলাবিশিষ্ট নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান ১৩ জন অসহায়দের মাঝে এই ভাতা কার্ড বিতরণ করেন।
বিষটি সম্পর্কে স্থানীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জানান, আমরা সংবাদ সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে থাকি। তাই অসহায় মানুষের মানবতর জীবন যাপনের কথা সংবাদে মাধ্যামে তুলে ধরি। তারই প্রেক্ষিতে ১৩ জন ভাতা কার্ড পেয়েছে।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান বলেন, আমরা ১৩ জন প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড বিতরণ করেছি। আগামীতে আরও কার্ড বিতরণ করা হবে।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages