কুমিল্লা চৌদ্দগ্রামে বর্ডার হাটের জন্য জায়গা পরিদর্শনে প্রতিনিধি দল। - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 28 August 2019

কুমিল্লা চৌদ্দগ্রামে বর্ডার হাটের জন্য জায়গা পরিদর্শনে প্রতিনিধি দল।


এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার হাটের জন্য দুইটি জায়গা পরিদর্শন করেছেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল। বুধবার সকালে পৌর এলাকার সেনেরখীল সীমান্তে দুই দেশের প্রতিনিধি দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিনিধি দল সেনেরখীল ও কালিকাপুর ইউনিয়নের জগতপুরে বর্ডার হাটের জন্য জায়গা পরিদর্শন করেন।
এতে নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিজিবি ১০ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী, ভারতের পক্ষে কালেক্টর সাউথ ত্রিপুরার জেলা ম্যাজিষ্ট্রেট শ্রী দেবাবিয়া বর্ধন, জেলা প্রেসিডেন্ট শ্রী লিবাশান দাশ, শ্রী কাকার দাশ দত্ত, বিএসএফ ১৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক রাম কুমার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানম, শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মাহফুজ, এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি, আটগ্রাম বিজিবি ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার মীর নজরুল ইসলাম, আ’লীগ নেতা ইদ্রীস মিয়াজী, পৌর কাউন্সিলর কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
 

 


 

 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages