কবি-সাহিত্যিক ও সাংবাদিক এম ডি হাফিজুর রহমানের এক গুচ্ছ কবিতা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 28 October 2019

কবি-সাহিত্যিক ও সাংবাদিক এম ডি হাফিজুর রহমানের এক গুচ্ছ কবিতা


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক- এম ডি হাফিজুর রহমান:

দেশের জন্য করতে কাজ,
কিসের ভয়? কিসের লাজ?
এদেশ হল আমার মা!
আমি তার ছেলে!
তাইতো আমি করবো কাজ,
সকল স্বার্থ ভুলে।
করবো কাজ দেশের স্বার্থে।
গড়বো সোনার দেশ।
সবাই মিলে থাকবো সুখে।
সোনার বাংলা দেশে।


           ইচ্ছে করে
এম ডি হাফিজুর রহমান

ইচ্ছে করে পাখি হয়ে,
নীল আকাশে উড়ি!
ইচ্ছে করে মৎস্য হয়ে,
গভীর জলে ডুবি!
ইচ্ছে করে বয়ে চলি,
নদীর স্রোতের মতো!
ইচ্ছে করে ঝড় হতে,
বৈশাখের ঐ মাঝে!
ইচ্ছে করে বৃষ্টি হতে,
আষাঢ়-শ্রাবণ মাসে!
ইচ্ছে করে রোদ হতে,
শীতের সকালে!
ইচ্ছে করে কত কি যে,
ইচ্ছের নেইকো শেষ!
ইচ্ছের কাছে সৈনিক আমি,
পরাজিত বেশ!!


          নিঝুম রাতে
এম ডি হাফিজুর রহমান

নিঝুম রাতে দূরের পথে,
হাটবো আমি একা।
তোমরা সবাই ঘুমিয়ে থাকো,
জাগবো আমি একা।
হাড়িয়ে গেছে জীবন থেকে,
সুখ নামের পাখি। 
তাই তো আমি নিঝুম রাতেও,
জুড়াই না মোড় আখি।
আখি মেলে খুঁজি তারে,
হাড়িয়েছি আমি যারে।
পাবো কীনা তারে আমি,
জানিনা তা আমি।
তোমরা সবাই সুখেই থাকো,
দুঃখেই থাকি আমি।


       রাত জাগা পাখী
এম ডি হাফিজুর রহমান 

রাত জাগা পাখী আমি,
জেগে আছি তাই।
জাগবো রাত দেখবো চাঁদ।
দেখবো রাতের তাঁরা।
সঙ্গে আছে আমার সেই,
রাত জাগা পাখিরা।
পৃথিবী ঘুমায় গভীর ঘুমে,
রাতের ঐ না কোলে।
দিনও ঘুমায় দিনের শেষে।
জেগে থাকে একা রাত,
নিরাবতার মাঝে।
রাত যে এখন ভীষণ একা
ঠিক আমার মতো।
রাত জাগি গল্প করি,
আমি রাতের সাথে।
তাই তো আমি হয়েছি আজ,
রাত জাগা পাখী।


               দুঃখ
এম ডি হাফিজুর রহমান 

দুঃখ আমার চির সাথী।
দুঃখ গলার মালা।
সুখ আমায় ছেড়ে গেল,
দুঃখ ছাড়ল না।
দুঃখের সাথেই জীবন আমার
দুঃখেই থাকি আমি।
টাকা পয়সা সোনা দানা 
সম্পদ আমার নয়।
সম্পদ আমার অনেক দুঃখ
আর কিছু নয়।


         হারিয়ে গেছে
এম ডি হাফিজুর রহমান 

জীবন আর চলছে না যে,
জীবন নদীর মাঝে।
জীবন যেন হারিয়ে গেছে,
নদীর জলের মাঝে।
জীবন আমার দুঃখের সাগর,
সুখের ছায়া নাই।
জীবন থেকে হারিয়ে গেছে,
আমার সুখের পাখী টাও। 
                       -সংক্ষিপ্ত রূপে


              লাভ
এম ডি হাফিজুর রহমান

লাভ কী জানো? 
কাকে বলে বুঝ?
লাভ হলো মনের মিলন,
একটা মনের নয়।
দুটি মনের মিলন হলে 
লাভ তারে কয়।
লাভ হলো চোখে চোখে।
মুখে মুখে নয়।
লাভ হয় মনের সাথে,
দেহের সাথে নয়।
লাভ খোঁজো চোখের মাঝে,
রূপের মাঝে নয়।
লাভ করো সাদা দিলে,
করোনা ছলচুরি।
থাকব সুখে লাভের মাঝে,
আমরা সবাই ডুবি।


       সুন্দর সকাল
এম ডি হাফিজুর রহমান 

পাখি ডাকলো সূর্য উঠলো,
সকাল দিলো দেখা।
ছুটলো সবাই কাজের খোজে,
কৃষক ছুটলো কৃষি কাজে,
জেলে ধরতে মাছ।
ছাত্র সবাই পড়তে গেল
পড়ার টেবিলে আজ।
ঘুমিয়ে রইলো সুধুই তারা
অলস ছিল যারা।
সুন্দর সকাল দেখ সবাই
উপভোগ করো তাহা
হারাবে সকাল একটু পরে।
হবে তাহা দিন।
তাইতো বলি সঠিক সময় সুন্দর ফল,
নতুবা কিন্তু বিষ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages