![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-কাজী মারুফ:
এই পৃথিবীর বিশাল ভূখন্ডে,
আমি এক ক্ষুদ্র বালুকণা।
ক্ষমতার মোহে গিয়েছি ভুলে,
ধনী-গরীব ও ধর্ম থেকে।
মানুষেতে নেই আজ মানবতা,
আছে শুধু অনুশোচনা।
দারিদ্রতা আজ মিছে কথা,
নেই আমাদের দানে মনমানসিকতা।
হাজারে হাজার লোক অনাহারে,
কিছু খাবার ডাস্টবিনে।
নিচু লোকদের হয়না চিকিৎসা,
উঁচু লোকদের নেইতো অনুশোচনা।
বাঁশের রডে হয়তো সিড়ি,
সেই সিড়িতে নড়বড়ে জীবন গাড়ি।
কিছু লোক জন্ম দিনে,
লক্ষ টাকায় জীবনের খুশি আঁকে।
কিছু লোক সেই টাকাতে,
জীবনের বাকীটা সময় সুখে হয়তো কেটে যাবে।
চারটি চেয়ার কোটি টাকার উপরে,
দেশ যাকনা রসাতলে।
দোষ দিবোনা সরকারের,
নষ্ট আমাদের কৃতকর্মের।
মন মানসিকতার পরিবর্তনে,
দেশের মানুষ থাকবে বিভেদ ভুলে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment