![]() |
একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:>>>
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির সীলমোহরকৃত ৩০ কেজি ওজনের ৬৫ বস্তা চাল জব্দ করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক মাহমুদুল হাসান ও জ্যোতিষ চন্দ্র দেব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” বস্তার গায়ে লেখা সম্বলিত চাল গুলো উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থলে চালের মালিকপক্ষ কাউকে খুজে পাওয়া যায়নি । পরে উদ্ধারকৃত চাল গুলো থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন ৩০ কেজি ওজনের খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আটককৃত চালগুলি কালোবাজারিতে বিক্রির উদ্যেশে মজুদ করা হয়েছিল। এ ঘটনায় অত্র থানায় একটি সাধারণ ডায়রি অন্তর্ভূক্ত করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment