![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
টাঙ্গাইলে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় পুলিশের এক এএসআইসহ তিন সদস্যকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। =
এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, মির্জাপুর থানার বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান।=
জানা গেছে, আটক পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে হতিয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। =
এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের গণধোলই দিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়।=
খবর পেয়ে সখিপুর এবং মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। =
বুধবার একই কায়দায় এএসআই রিয়াজ তার সহযোগীদের নিয়ে মির্জাপুর থানার টান পলাশতলী গ্রামের বাছেদ মিয়ার ছেলে আনোয়ারের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে বলে এলাকাবাসী অভিযোগ করেন। =
মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। যুগান্তর অনলাইন সূত্রে একুশে মিডিয়া রিপোর্ট।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment