একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ডাটা সায়েন্স অ্যান্ড এসডিজি’স : চ্যালেঞ্জস, অপরচুনিটিস অ্যান্ড রিয়েলিটিস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হবে আগামী বুধবার (১৮ ডিসেম্বর)। এর আগে, মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) একটি প্রি-কনফারেন্স ওয়ার্কশপ ও পোস্টার সেশন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে পরিসংখ্যান বিভাগের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আয়োজক কমিটির প্রেস ও পাবলিসিটি কনভেনর অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে সপ্তমবারের মতো এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান এর সভাপতিত্বে কনফারেন্সের উদ্ধোধনী দিনে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবীর।
সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের অধ্যাপক তাপিও নাম্মি। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ভারতসহ ৭ টি দেশের ৪০ জনের বেশি বক্তা কনফারেন্সে বক্তব্য রাখবেন।
এ কনফারেন্সে দুটি কিনোট, পাঁচটি প্ল্যানারি, ৪৭ টি ইনভাইটেড টক ও ১২২টি কনট্রিবিউটেড টক থাকবে।
এতে সর্বমোট ৪৪ টি বিদেশী প্রতিষ্ঠান ও ২৮টি দেশীয় প্রতিষ্ঠানসহ প্রায় ৪০০জন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। এছাড়াও ২৭ টি এসডিজি বিষয়ক স্টলের আয়োজন করা হয়েছে। কনফারেন্সের সম্পর্কিত সকল তথ্য (www.ru.ac.bd/stat/conference-2019) ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, পরিসংখ্যান বিভাগ ১৯৯৪ সাল থেকে প্রতি তিন বছর পর পর এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে থাকে।
No comments:
Post a Comment