এবার পেঁয়াজ বিক্রি করবে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 6 December 2019

এবার পেঁয়াজ বিক্রি করবে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)


মোঃ জিপন উদ্দিন, চট্রগ্রাম:>>>
পেঁয়াজের মূল্যে লাগাম টানতে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও (সিএমপি)
নামছে পেঁয়াজ বেচাকেনায়। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নগরীর কোতোয়ালী থানা প্রাঙ্গণে পেঁয়াজ বিক্রি হবে ৪৫ টাকা কেজি দরে।
কোতোয়ালীতেই শুধু নয়, পেঁয়াজ কেনা যাবে খুলশী, চাঁন্দগাও, পাহাড়তলী, ইপিজেড থানা থেকেও।
এছাড়াও প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন পাঁচ টন পেঁয়াজ বিক্রি হবে। পুলিশের এ কার্যক্রম এক সপ্তাহ ধরে চলবে বলে জানা গেছে। 
একজন ক্রেতাকে দেওয়া হবে সর্বোচ্চ এক কেজি করে পেঁয়াজ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন,পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নামছি আমরা। 
পেঁয়াজ বিক্রি করব আমরাও। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব।
মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে কিনতে পারবেন পেঁয়াজ। জনদূর্ভোগ কমানোর সিএমপির এই মিশন শুরু হবে আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ক্রমাগত বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দামের লাগাম টানতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages