![]() |
একুশে মিডিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি:>>>
দোয়ারাবাজারে ২৬ বোতল ভরতীয় মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তি দোয়ারাবাজার উপজেলা কুশিউড়া গ্রামের মৃত তোরাব আলী (তুরাব) ছেলে আব্দুর রশিদ(৬০)
পুলিশ
সুত্রে জানা যায়-(২ ডিসেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নে কুশিউড়া
গ্রামের রাস্থা থেকে রবিবার দিবাগত রাত অনুমান ২.৫০ মিনিটের সময়
দোয়ারাবাজার থানার
এ এস আই বজলুল করিম/এস আই সানাউল্লাহ /এ এস আই
সাইদুর/এ এস আই জামাল/এ এস আই সুমন গোপন সংবাদের ভিত্তিতে মদ ব্যবসায়ীর
কাছে ক্রেতা সেজে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ভারতীয় ২৬ বোতল নাম্বার
ওয়ান ৭৫০ এম,এ লে মদ উদ্ধার করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১/১৯ ইং)।
বিষয়টি
নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানা ওসি আবুল হাশেম।তিনি বলেন, আমরা মদ
ব্যবসায়ী একজন কে আটক করেছি। তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫
বি রুজু করা হইয়াছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।আজ সোমবার (২
ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment