![]() |
এম এ হাসান. কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মোঃ শরীফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেছেন।
![]() |
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে র্যাব-১১ কুমিল্লার একটি টিম সাঙ্গিশ্বর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ মোঃ শরীফ (২৪) কে আটক করে। আটককৃত আসামি শরীফ উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, টেহুারবাজিসহ বিভিন্ন অপরাধ করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment