![]() |
লেখক-রিনা রহমান:
অক্ষর মিতা বলেই তোমায় সন্মোধন করি হয়তো তুমি তা জান না!
তুমি কেন?
কেউ ই তো জানেনা
সেটা আমার একান্তই আমার... এতে কারো কোন অধিকার নেই..
তোমারও নেই মিতা.....
আমিতো আপন মনে কথা বলি
আপন মনে গান গাই
শুধু তোমায় ভেবে
জানোতো কথা দিয়েছিলাম
দূজন দূজনকেছেড়ে যাবোনা যতোই ঝড় আসুক হাত ছাড়বোনা...
আমি তো কথা রেখেছি....
তুমি ওতো..!!
তবে কেন এতো সংশয়...
ভেঙে ফেলো সব নিয়ম নীতি
কি হবে এতো নিয়ম মেনে.
তখনতো আমি ছিলাম এক
জড় পদার্থ।
আমি কোনদিনও চাইনি ভালবাসায় সিক্ত হতে..
তোমার নিবিড় আহবানকে
আমি ফেরাতে পারিনি
তাইতো.....
হয়ে গেলো অযাচিত ভালবাসা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment