বেলকুচিতে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 January 2020

বেলকুচিতে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার


সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার দু’দিন পর ইয়াকুব আলী (২০) নামে এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার এনায়েতপুর থানাধীন ইসলামপুর আটারদাগ গ্রামে সরিষার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইয়াকুব একই থানাধীন রুপনাই গাছপাড়া এলাকার ইয়াছিন আলীর ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় খুকনী কান্দাপাড়া এলাকার একটি তাঁত কারখানায় কাজ শেষে বেড়িয়ে যান ইয়াকুব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের সরিষা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages