![]() |
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
![]() |
গ্রেপ্তাররা হলেন, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার মো. আলীমের স্ত্রী অহেদা বেগম (৪৫), ছেলে মো. স্বপন (২৯) ও মেয়ে রুনা আক্তার (২৫)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বুধবার সন্ধ্যা সাতটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নের্তৃত্বে উপজেলার জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন, নগদ ৭০০ টাকা এবং একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment