দোহারে ভ্রাম্যমাণের অভিযানে একশত ড্রেজারের পাইপ ধ্বংস - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 January 2020

দোহারে ভ্রাম্যমাণের অভিযানে একশত ড্রেজারের পাইপ ধ্বংস


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলন করায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। উজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ ড্রেজারের ১০০ পাইপ ধ্বংস করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বুধবার বিকেল ৫টায় সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার বিলাসপুরঘাট, দেবীনগর, বটিয়া, কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ ড্রেজারের এক’শ পাইপ ধ্বংস করা হয়। ড্রেজারের মালিক ও কর্মরতরা পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারে পদ্মার ভাঙনে ১২’শ কোটি টাকার কাজ চলছে। তাই প্রকল্পের আশেপাশে বা উপজেলার কোথাও কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন রোধে আমাদের এ অভিযান নিয়মিত চলবে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের আইনের আওতায় আনা হবে। এসময় তিনি সকলকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দেওয়ার আহবান জানান।
অভিযানের সময় দোহার থানার এসআই মো. মাসুম লাভলু, ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages