![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:>>><:একুশে মিডিয়া:>
বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুলেছেন লন্ডন বিএনপির এক
নেতা। তার স্ত্রীর সাথে তারেক রহমানের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন
তিনি। এ নিয়ে লন্ডন বিএনপি কমিউনিটিতে চলছে তোলপাড়। <:একুশে মিডিয়া:>
নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সাথে তার
স্ত্রীর সম্পর্কের টানা-পোঁড়ন চলছে কয়েকমাস ধরে। প্রথমে কারণ বুঝতে না পারলেও তিনি
এখন পরিস্কার কি কারণে স্ত্রী তাকে এড়িয়ে চলছে। মোস্তাক তার স্ত্রীর মোবাইল
হতে বেশকিছু কল রেকর্ডস, ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন যা দেখে আকাশ থেকে
পড়ার মত অবস্থা তার। তারেক রহমানের সাথে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক কিছুতেই মেনে
নিতে পারছেন না তিনি। নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক নিজের মুখে এমনটাই বর্ণনা
করছিলেন বিএনপির ঘরোয়া একটি মিটিং এ।<:একুশে মিডিয়া:>
ঘরোয়া মিটিং এর এই খবর
তেমন জানাজানি না হলেও আস্তে আস্তে লন্ডন বিএনপি কমিউনিটিতে ছড়িয়ে পড়ে এবং শুরু হয়
আলোচনা-সমালোচনার ঝড়। ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল বলেন, “এটি
কোনভাবেই কাম্য নয়। উনার বিরুদ্ধে এর আগেও এমন অনেক কথা শুনেছি কিন্তু বিশ্বাস
করিনি। মোস্তাকের সংসারটাই নষ্ট করার খেসারত উনাকে দিতে হবে।<:একুশে মিডিয়া:>
লন্ডন মহানগর বিএনপি
নেতা মোঃ এনামুর রহমান এনু বলেন, “আমি সব শুনেছি জেনেছি, এটা কোনভাবেই মানা যায়
না। দলের প্রধান হওয়ার সুবাদে কেউ যা খুশি তা করবে, এটা হতে পারেনা”। শীঘ্রই সবাই
মিলে তারেক রহমানের সাথে এ ব্যাপার নিয়ে বসবে বলেও জানান এ নেতা। <:একুশে মিডিয়া:>
এছাড়াও এই ঘটনায় ক্ষোভ
প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ
চৌধুরী,সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, সাবেক সিনিয়র সদস্য মিসবাহুজ্জামান
সোহেল, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুবদলের সভাপতি রহিম
উদ্দিন।<:একুশে মিডিয়া:>
উল্লেখ্য, মোস্তাকের স্ত্রীর
ফারজানা আক্তার, তাদের বিয়ে হয়েছে চার বছর। বিয়ের চার বছর হলেও নিঃসন্তান এ
দম্পতি। দুজনের পরিবারই দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনে বসবাস করেন।
পারিবারিকভাবেই বিয়ে হয়েছিলো তাদের। বিডিনিউজ২৪ সূত্র একুশে মিডিয়া রিপোর্ট । <:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment