![]() |
আরাফাত বিন হাসান, চট্টগ্রাম:>>>
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টার্নেশনাল ইউনিভার্সিটির উদ্যোগে ‘ইভোলিউশন অব ডেভেলপমেন্ট কমিউনিকেশন ফর সোশ্যাল ইনিশিয়েটিভস ইন দ্য ২১থ সেঞ্চুরি: আ ব্রিফ অ্যানালাইসিস অন মডেলস এন্ড ফ্রেমওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের অমিটি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কমিউনিকেশনের সহকারী অধ্যাপক ড. শৃঙ্খলা উপধ্যায়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টসিটি ইন্টার্নেশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নুরুল আনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদ উল্লাহ। এতে সভাপতিত্ব করেন পোর্টসিটি ইন্টার্নেশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান দিলরুবা রেনু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোর্টসিটি ইন্টার্নেশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষক জুয়েল দাস, সানাউল্লাহ রিয়াদ,প্রশান্ত কুমার এবং আজিজ আহমেদ। পোর্টসিটি ইন্টার্নেশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সেমিনারটিতে অংশগ্রহণ করেন।
একুশে মিডিয়া/এসএসএ
No comments:
Post a Comment