চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার পর মোরশেদ আলম নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ায়। এ সময় মোরশেদ আলমকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে ইজি লাইট ব্রান্ডের ২৪০ কার্টন সিগারেটরও ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার পাওয়া যায়।
সূত্র আরো জানান, জব্দ হওয়া সিগারেটগুলো রাষ্ট্রের অনুকূলে থাকবে। তবে প্রতিটি ঘোষণা বহির্ভূত স্বর্ণের বারের জন্য ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা দিয়ে ওই যাত্রী ছাড়িয়ে নিতে পারবেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment