চট্টগ্রামে আইসোলশনে থাকা অবস্থায় এক রোগীর মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 March 2020

চট্টগ্রামে আইসোলশনে থাকা অবস্থায় এক রোগীর মৃত্যু


মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে সীতাকুণ্ডে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। 
তিনি জানান, সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিআইটিআইডিতে পাঠানো হয়। ওই রোগীর বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যেই হবে। বিদেশ ফেরত বা করোনা আক্রান্ত কারো সঙ্গে মেলামেশা করার তথ্য নেই। তারপরও আমরা টেস্ট করিয়েছি। রেজাল্ট জানা যাবে কারণ।
তিনি আরও বলেন, রোগীটি আগে থেকেই হাঁপানি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাই তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার কোনো জ্বর বা সর্দি ছিল না।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages