বাতাসের মাধ্যমে করোনা বিস্তার প্রতিরোধে অভিনব এক যন্ত্র আবিষ্কারের: ২ বাঙালি গবেষক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 31 March 2020

বাতাসের মাধ্যমে করোনা বিস্তার প্রতিরোধে অভিনব এক যন্ত্র আবিষ্কারের: ২ বাঙালি গবেষক


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
বাতাসের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে অভিনব এক যন্ত্র আবিষ্কারের দাবি করেছেন ভারতের দুই বাঙালি গবেষক। দেখতে অনেকটা কিম্ভূতকিমাকার রোবটের মতো হলেও এই যন্ত্রটি করোনার বিস্তার ঠেকাতে দারুণ কাজে আসবে বলে বিশ্বাস তাদের।<:একুশে মিডিয়া:>
আইআইটি খড়্গপুরের ডা. দেবায়ন সাহা এবং এইমসের শশী রঞ্জন এই যন্ত্রটি তৈরি করেছেন। নাম দিয়েছেন এয়ারলেন্স মাইনাস করোনা (Airlens Minus Corona)।<:একুশে মিডিয়া:>
দেবায়ন ও শশী জানান, যন্ত্রটিতে থাকবে আয়নযুক্ত পানি, যা ফোঁটায় ফোঁটায় বেরিয়ে বাতাসকে পরিষ্কার করে তুলবে। এই পানির সংস্পর্শে এলেই ভাইরাসে থাকা প্রোটিন অকার্যকর হয়ে পড়বে। ফলে করোনার বিস্তার আর ঘটবে না।<:একুশে মিডিয়া:>
তাদের মতে, বাজার-ঘাট, বাসস্ট্যান্ড কিংবা হাসপাতালের মতো জায়গাগুলোতে যেখানে মানুষের ভিড় বেশি হয়, সেখানে বেশ উপকারী হতে পারে এয়ারলেন্স মাইনাস করোনা যন্ত্রটি।<:একুশে মিডিয়া:>
প্রসঙ্গত, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারও একইভাবে ভাইরাসকে অকেজো করার ক্ষমতা রাখে। তাহলে এই আবিষ্কারের গুরুত্ব কোথায়?<:একুশে মিডিয়া:>
দুই গবেষকের দাবি, নিজের হাত বা ঘর পরিষ্কারের জন্য স্যানিটাইজার অবশ্যই কার্যকরী। তবে একটা বড় এলাকা পরিষ্কার করতে, অর্থাৎ করোনামুক্ত করতে এই যন্ত্র বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস তাদের।  সংবাদ প্রতিদিন সূত্র একুশে মিডিয়া রিপোর্ট।<:একুশে মিডিয়া:>


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages