বেলকুচি ওসির উদ্যোগে করোনা প্রতিরোধে পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 22 March 2020

বেলকুচি ওসির উদ্যোগে করোনা প্রতিরোধে পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ


সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি থানার   উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে পুলিশ সদস্যদের  মাঝে মাস্ক  বিতরণ করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করেন অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ারুল ইসলাম। সেই সাথে নিয়মিত হাত পরিস্কার করার জন্য সাবান ও পানির ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চালু করেছে থানা পুলিশ।
রবিবার (২২ মার্চ) সকালে থানার অফিসার কার্যালয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। 
বেলকুচি থানার অফিসার ইনর্চাজ(ওসি)আনোয়ারুল ইসলাম  বলেন, অনেক পেশার মানুষ চাইলেই কোয়ারান্টাইনে যেতে পারেন। কিন্তু বাংলাদেশ পুলিশ সেবামূলক পেশায় নিয়োজিত থাকার কারণে, যেকোনো দুর্যোগ মোকবিলায় জনগণের পাশে দাঁড়ানো ছাড়া পুলিশের পক্ষে অন্য কিছু ভাবার সুযোগ নেই। আর সেকারণেই আগে পুলিশকে নিরাপদ হতে হবে, তারপর অন্যকে নিরাপদ রাখার জন্য প্রস্তুত হতে হবে। এবং সবাইকে করোনাভাইরাসের লক্ষণ ও ভাইরাস থেকে মুক্ত থাকার পদ্ধতি সম্পর্কে অব্যাহত হতে হবে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages