৬৮ বস্তা ১০ কেজি দামের চাউল যুবলীগকর্মী আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 29 March 2020

৬৮ বস্তা ১০ কেজি দামের চাউল যুবলীগকর্মী আটক


একুশে মিডিয়া, রিপোর্ট:
মাদারীপুরের শিবচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাউল কালোবাজারে বিক্রির সময় এক যুবলীগকর্মীকে আটক করা হয়েছে।
আটককৃত ওই ব্যক্তির নাম মাসুম মোল্লা। তার বাড়ি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে।<:একুশে মিডিয়া:>
৬৮ বস্তা চালসহ শনিবার রাত ৯টার দিকে উপজেলার শেখপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।<:একুশে মিডিয়া:>
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এর আগে করোনা পরিস্থিতিতে মাসুম মোল্লা উপজেলার শেখপুর বাজারে তার ১০ দোকানের চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দেন। এরই মধ্যে ঘটল এ ঘটনা।<:একুশে মিডিয়া:>
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোকজন জানতে পারেন ১০ টাকা কেজির বিপুল পরিমাণ চাল কালোবাজারে বিক্রির জন্য অন্যত্র মজুদ করছেন ডিলার মাসুম মোল্লা।<:একুশে মিডিয়া:>
পরে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চালসহ তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাজারে বিপুল পরিমাণ চাল মজুদ করা হচ্ছে। রাতেই সেখানে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চালসহ ডিলার আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লাকে আটক করা হয়।<:একুশে মিডিয়া:>
শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।<:একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages