সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
করোনা আতঙ্ক নয়, সতর্ক হোন এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষাকরতে নিজ উদ্যোগে পথচারী, ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ ও হাত ধোয়ার ব্যাবস্থা করেন বেলকুচি আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা।
বেলকুচি উপজেলায় সর্বস্তরেরর মানুষ সেবা নিতে আশা সকলকে হাত ধুয়ে জীবাণু মুক্ত থাকতে উৎসাহ প্রদান করতে পৌর এলাকায় বিভিন্ন স্থানে ৫ টি হাতধোয়া পানির ট্যাব স্থাপন করেন।
সামাজিক সচেতনতামূলক প্রচারণার অংশ হিসাবে পাড়া মহল্লায় এবং গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ, মাইকিং করার ব্যাবস্থা গ্রহণ করেন সাজ্জাদুল হক রেজা।
এ সময় উপজেলার আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, আসুন করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হই। নিজে সচেতন হই, পরিবার-পরিজন ও আশেপাশের সকলকে সচেতন করি। সংক্রমণ থেকে রক্ষাপেতে নিয়মিত সাবান বা হান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে জীবাণু মুক্ত থাকি। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না বাহির হই। সকলে সচেতন হলেই কেবলমাত্র এই ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment