রেখা মনি, রংপুর বিভাগ:
করোনার কারণে রংপুরে লোকসানের মুখে পড়েছেন সবজি চাষিরা।দেশের অন্যান্য স্থান থেকে পাইকার আসতে না পারায় অনেক চাষির আবাদি সবজি নষ্ট হচ্ছে ক্ষেতেই। এই সংকটময়ে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে তা বিনামূল্যে নিম্মআয়ের মানুষের মাঝে বিতরন করছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাএ সমাজ।
১লা রমজানের শুরুতেই জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির একটি দল, নগরীর নজিরদীর্ঘর গ্রামের প্রান্তিক কৃষক আরিফের কাছ থেকে শুক্রবার সকাল থেকে সবজি কেনার কার্যক্রম শুরু করেছে।
পর্যায়ক্রমে বিভিন্ন প্রান্তিক কৃষকের কাছথেকে সবজি কিনে তা রংপুরের বিভিন্ন উপজেলায় করোনায় লকডাউন থাকা অসহায়, কর্মহীন শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
১লা রমজানের শনিবার মধ্য রাতে ছাত্র সমাজের কেন্দ্রিয় কমিটির নেতা আল মামুনের নেতৃত্বে রংপুর নগরীর গুচ্ছগ্রাম এলাকার নিম্মআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরন করে জাতীয় ছাত্র সমাজ।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, 'কৃষক বাঁচলে দেশ বাঁঁচবে-এ স্লোগানকে বুকে ধারণ করে আমরা কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কেনার উদ্যোগ নিয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment