দ্বিতীয় বারের মত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ওমর সানি ফ্যান ক্লাব - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 13 April 2020

দ্বিতীয় বারের মত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ওমর সানি ফ্যান ক্লাব


রেখা মনি, রংপুর:
অসহায় মানুষদের পাশে ওমর সানি ফ্যান ক্লাব, মুনজুর রহমান এর দিক নির্দেশনায়, তার স্বজনরা নিজ এলাকায় রাজশাহীতে, রাতের অন্ধকারে, ঘরবন্দী মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার সামগ্রী তুলে দেন,
আপনারা অবগত আছেন যে, এক মাস আগে গাইবান্ধাতে মাক্স বিতরণ করেন, এবং কয়দিন আগে রংপুর বাবু পাড়ায়, ঘরবন্দী মানুষদের মাঝে খাবার বিতরণ করেন, এই ফ্যান ক্লাব টি। ৯০ দশকের সুপারস্টার ওমর সানি কে ভালোবেসে এই ফ্যান ক্লাবটি প্রতিষ্ঠা করেন দুবাই প্রবাসী মুনজুর রহমান।
তিনি  গরীব  মানুষের  পাশে  দাঁড়িয়েছেন,রাতের  অন্ধকারে  বাড়ি  বাড়ি গিয়ে  ত্রাণ  বিতরণ করেন ।
৪কেজি চাল ,১কেজি আটা, ১কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি ডাল,১তেল ও সাবানসহ বিভিন্ন  সামগ্রী    ১২/৪/২০ই    রাত্রে এগুলো  বিতরণ করেন।নিজ 
এলাকাতেই বিতরণ করে, মধ্যবিত্ত পরিবারের মাঝে।তিনি  আরো  বলেন, আমি  আমার  সাধ্যে মতো চেষ্টা  করে  যাচ্ছি, ।তিনি  সকলের  কাছে  দোয়া
প্রার্থনা করেন, যে ,আমি  যেন সব সময়ই  আপনাদের  এভাবেই সহযোগিতা  করতে  পারি।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages