রেখা মনি, রংপুর বিভাগ:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের কঠোর নিদের্শনায় অসহায় মানুষ যখন কর্মহীন হয়ে খাদ্যের সংকটে পড়েছে ঠিক তখনই "প্রত্যেকে আমরা পরের তরে" স্লোগানে রংপুর সদর উপজেলার হরিদেবপুরে অসহায়, দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে কিছু সচ্ছল ব্যক্তি।
শুক্রবার হরিদেবপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডে ২৭৫ টি পরিবারের মাঝে চাল,ডাল, আলু, তেল, সেমাই , চিনি বিতরণ করা হয়।সেখানে উপস্থিত দুজন প্রতিবন্ধী এবং তিনজন বয়স্ক মাঝে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।
রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি এর সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন,জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুইট প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন,সরকার থেকে প্রতিদিনই অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।তার মধ্যেই এই দূর্যোগ মুহূর্তে এলাকার স্বচ্ছল ব্যক্তিদের এমন উদ্যোগ কে তিনি স্বাগত জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment