চৌদ্দগ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু! এলকায় শোকের ছায়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 11 April 2020

চৌদ্দগ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু! এলকায় শোকের ছায়া



এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে প্রবাসী বিপ্লবের মেয়ে সাদিয়া আক্তার(৬) ও আলমের ছেলে মুনতাছির(৬) বাড়ির পুকুরের পাশে খেলতে থাকে। এক পর্যায়ের তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় উভয়কে পুকুর থেকে উদ্ধার করে।
পরে বাড়ির লোকজন সাদিয়া ও  মুনতাছিরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। উভয়ে উত্তর বেতিয়ারা জাবালে নূর শিশু একাডেমীতে প্লে শ্রেণীতে পড়তো।
বাদ আসর নামাজে জানাযা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুই শিশুর মৃত্যুতে পিতা-মাতা, আত্মীয় স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages