রংপুর সদরের ৬টি বাড়ী ভাড়া মওকুফ করে দেন: সাবেক সেনা সদস্য মোঃ বাদশা আলমগীর - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 25 April 2020

রংপুর সদরের ৬টি বাড়ী ভাড়া মওকুফ করে দেন: সাবেক সেনা সদস্য মোঃ বাদশা আলমগীর


রেখা মনি, রংপুর বিভাগ:
রংপুরের পালিচড়া গ্রামের ৪ নং সদ্যপুস্করনী ইউনিয়নের সাবেক সেনা সদস্য মোঃ বাদশা আলমগীর,তিনি বর্তমান ৪ নং সদ্যপুস্করনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং সদর উপজেলা সাধারণ সম্পাদক রংপুর কলেজ পাড়ায় অবস্থিত মিঠু ভিআইপি রোড সংলগ্ন তার ৬টি বাড়ি ভাড়া ২ মাসের জন্য মওকুফ করে দেন।
তিনি জানান- বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বের সকল দেশের মতোই বাংলাদেশেও এর বিরূপ প্রভাব পড়েছে।

তাই দেশের এই ক্রান্তিলগ্নে আমি সার্বিক দিক বিবেচনা করে আমার রংপুর কলেজ পাড়ায় অবস্থিত ৬টি বাড়ি ভাড়া ২ মাসের জন্য মওকুফ করে দিয়েছি এবং আমার সদ্যপুস্করনী ইউনিয়নে ১২৮৮ পরিবারের মাঝে চাল ,ডাল আলু ,চিনি ,তেল ও আরো অন্যান্য দ্রব্যাদি বিতরণ করেছি।
তিনি আহ্বান জানান দেশের সমগ্র বাড়িওয়ালাদের প্রতি যে, তারাও যেন তাকে দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতিতে তাদের ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করে দেন এবং অসহায় গরীব দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান। 
কারোনা ভাইরাসে দেশের এই অবস্থায় সকল মানুষের আয়ের উৎস স্থবির হয়ে পড়েছে, দেখা দিয়েছে অর্থসংকট, ফলে তিনি চলতি এপ্রিল ও মে মাসের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েছেন।
তার এই সেবামূলক কাজে এলাকাবাসী তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages