মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম ফটিকছড়িতে গলায় ফাঁস লাগিয়ে মুহাম্মদ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
সে উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা ছুরানের বাড়ি মোহাম্মদ হাবিবুল্লাহর পুত্র।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে মুহাম্মদের বাসায় তার বোন ও বোনের স্বামী বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে বোনের স্বামী চলে যায়। দুই বোন বাসায় থেকে যায়। সবাই প্রায় রাত দুইটার দিকে ঘুমিয়ে যায়। বুধবার সকালে ৮টার দিকে তার বড় বোন তার শয়নকক্ষের দরজা খুলতে এসে দেখেন তার ভাই ফাঁসিতে ঝুলে আছে। সাথে সাথে সে তা চিৎকার করে সবাইকে জানান দেয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মনির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে করে বলেন, কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ফটিকছড়ি থানায় খবর দেওয়া হলে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment