বৃষ্টির রাতে বেদে পল্লীর ১৭ পরিবারে খাবার নিয়ে ছুটে গেলেন ইউএনও - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 24 April 2020

বৃষ্টির রাতে বেদে পল্লীর ১৭ পরিবারে খাবার নিয়ে ছুটে গেলেন ইউএনও


একুশে মিডিয়া, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রআমের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরের পাড়ে বহুদিন ধরে বসবাসরত বেদে সম্প্রদায়ের ১৭টি পরিবার। তারা সাপের খেলা দেখানো,হাত দেখে গণণা করা, হারিয়ে যাওয়া স¦র্ণ কুড়িয়ে দেওয়াসহ বিভিন্ন পেশায় চালিয়ে জীবিকা নির্বাহ করে।
প্রতিদিন এসব পেশায় গ্রামে-গ্রামে ছুঁটে রোজগার কওে পরিবার চালাতো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এসব বেদে সম্প্রদায়ের লোকজনের আয়ের পথ বন্ধ হয়ে যায়। ফলে তারা কর্মহীন হয়ে পড়ে। তারা সাংবাদিকদেরকে জানান, তারা এই পর্যন্ত কোন মহল থেকে ত্রাণ সহায়তা পায়নি। এই আবস্থায় শুক্রবার বৃষ্টির রাতে খবর পেয়ে বেদে সম্প্রদায়ের ১৭টি পরিবারে খাবার নিয়ে পদুয়ায়  ছুটে যান ইউএনও তৌছিফ আহমেদ। এ সময়ে উপস্থিত ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন।
ইউএনও জানান, বৃষ্টির রাতে এক সাংবাদিকের মাধ্যমে খবর পেলাম পদুয়া বেদে পল্লীর ১৭টি পরিবার না খেয়ে আছে। সাথে সাথে তাদের কাছে খাবার নিয়ে ছুটে গেলাম। উপজেলায় এ রকম কোন পরিবার না খেয়ে থাকলে উপজেলা প্রশাসনকে জানালে সঙ্গে সঙ্গে খাবার পৌঁছে যাবে বলে ইউএনও জানান।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages