সুনামগঞ্জ সীমান্তে নিম্নআয়ের মানুষজনের পাশে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 8 May 2020

সুনামগঞ্জ সীমান্তে নিম্নআয়ের মানুষজনের পাশে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি

একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সারা বিশ্বে আতঙ্কিত মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংকটকালীন সময়ে নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষজনের পাশে দাড়িয়েছেন  সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৭ ই মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার সীমান্ত এলাকায় সামাজিক দুরুত্ব বজায় রেখে  ৩শত  পরিবারের মধ্যে খাদ্য সহয়ায়তা ত্রান-সামগ্রী বিতরণ করেন (বিজিবি) সদস্যগন।
সুনামগঞ্জ সদর ১১০ পরিবার, (মাছিমপুর বিওপি) অধিনস্থ ৩নং ধনপুর ইউনিয়ন ৪০ পরিবার, (চিনাকান্দি বিওপি) ৩নং ধনপুর ইউনিয়ন ৫০ পরিবার,(ডুলুরা বিওপি) ১নং সালুকাবাদ ইউনিয়ন ৫০ পরিবার,(নারায়নতলা বিওপি) ১ নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন ৫০ পরিবারকে ৬ কেজি চাউল,২ কেজি আটা,১ কেজি ছোলা,১ কেজি ডাল,আধা কেজি লবন,আধা লিটার তৈল মোট ৩শত পরিবারের নিম্ন আয়ের মানুষজনের হাতে এসব ত্রান-সামগ্রি তুলে দেয়া হয়। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নের  মো.মাকসুদুল আলম, গণমাধ্যমকর্মীকে এসব তথ্য নিশ্চিত করেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages