বাঁশখালীতে পল্লী চিকিৎসকের উপর হামলা! আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 9 May 2020

বাঁশখালীতে পল্লী চিকিৎসকের উপর হামলা! আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ

বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালী শিলকূপ ইউনিয়নের নুর মার্কেট এলাকায়  পল্লী চিকিৎসক রহমত উল্লাহর উপর সন্তরসী হামলা  হয়েছে।
স্হানীয় ও পতাক্ষদর্সী   সুত্রে জানাযায়  শনিবার ইফতারের আদাঘন্টা আগে নুরমার্কেট চেম্বরে রুগী দেখার জন্য যাচ্ছিল দিঘির পাড় পর্যন্ত গেলে পিচন থেকে জসিমের নেতৃত্বে ১০/১২ জন সন্তাসী নিয়ে অতর্কিত হামলা চালায় এসময় সে চিৎকার করলে এলাকা বাসি এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হিরক কুমার পাল জানান তার ২ হাটুতে ইনজুরি বেশি অপারেশন লাগবে তাই উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হশেছে।
এব্যপারে বাঁশখালী থানার ওসি তদন্ত কামাল উদ্দীন জানান হামলার ঘটনা শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে।                        

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages