মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ ৩ জন গুরুতর আহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 20 June 2020

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ ৩ জন গুরুতর আহত

একুশে মিডিয়া, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী জাগিরাঘোনা ভিঠা বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের দায়ের কোপে কলেজ ছাত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।শুক্রবার সকাল ৯টায় জাগিরাঘোনাস্থ মোঃ ছিদ্দিকেরর বসতবাড়িতে হামলা ঘঠনা ঘটে।
মামলা সুত্রে জানা যায়, মোঃ ছিদ্দিকের পৈত্রিক বসত ভিটার বাড়ির সিমানা নিয়ে একই এলাকার আবু ছিদ্দিকের পুএ মোঃ হাসেম গং সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় মোঃ ছিদ্দিকের বাড়িতে নুর হাসেমের নেতৃত্বে দারালো দা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় এসময় দায়ের কোপে গুরুতর আহত হন মোঃ ছিদ্দিকের কলেজ পড়ুয়া মেয়ে খুকু মনি (১৮) আমানুল করিম (৩৫) সাদিয়া সুলতানা (১০) এদিকে হামলাকারিদের মধ্যে মোঃ শাহাজাহান, গিয়াস উদ্দিন,মোঃ জাফর সহ ৮ জনের একদল লাঠিয়াল বাহিনী ছিদ্দিকের বসতবাড়িতে হামলা চালিয়ে টাকা সহ স্বর্নঅলংকার লুটপাট করেছে বলে এজাহারে উল্লেখ করেছে বাদী মোঃ ছিদ্দিক।
এঘটনায় ছিদ্দিক বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি এজাহার দায়ের করেছে। আহতদের মধ্যে আমানুল করিমের মাথায় ১৫ টি সেলাই করা হয়েছে কলেজ ছাত্রী খুকু মনির মাথায় ও গায়ে এতোপাতারি মারের চিহ্ন রয়েছে তার অবস্থাও সংকঠ পন্ন বলে জানা গেছে।
এবিষয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর একশে মিডিয়া/এমএসএ জানান, ঘটনার বিষয়ে এজাহার পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages