মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার দোহারে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৪ জন। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১৩ জন উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া, মুকসুদপুর, ঝনকি ও জয়পাড়া এলাকার বাসিন্দা।
বুধবার রাত সাড়ে ১১ টায়, বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন। নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য কার্যক্রম শুরু হবে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এপর্যন্ত দোহারে করোনায় মৃত্যুবরণ করেছেন ২জন। সুস্থ হয়েছেন ৩২ জন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment