বাঁশখালী‌তে বাগী‌শি‌কের উপহার সামগ্রী বিত‌রণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 20 June 2020

বাঁশখালী‌তে বাগী‌শি‌কের উপহার সামগ্রী বিত‌রণ

সৈকত আচার্য‌্য, বি‌শেষ প্রতি‌বেদক:
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কালীপুর ইউনিয়ন সংসদের উদ্যোগে ও বাঁশখালী উপজেলা সংসদের পরিচালনায় শুক্রবার (১৯ জুন) বিকাল ৩ টায় ঐতিহাসিক কালীপুর শ্রী শ্রী নিমকালী মন্দির এবং ৪ টায় কোকদন্ডী সার্বজনীন দূর্গাবাড়ী প্রাঙ্গণে পালেগ্রাম দশভুজা গীতা বিদ্যাপীঠ, কালীপুর পল্লী রুদ্রপাড়া, পাল পাড়া, ব্রাহ্মণ পাড়া, বিশ্বাসপাড়া, জঙ্গল গুনাগরী বনিকপাড়া, কোকদন্ডী বনিকপাড়া, দক্ষিণ পাড়া, তালুকদার পাড়া, সরকার পাড়া, চৌধুরী পাড়া, মাইজ পাড়া ও উত্তর পাড়ার অসহায় ১২৫ টি পরিবারে উপহার সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। কালীপুর নিমকালী বাড়ি প্রাঙ্গণে উপহার সামগ্রী‌ বিতরণকা‌লে উপস্থিত ছিলেন- শ্রী শ্রী নিমকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী অসিত সেন, অর্থ সম্পাদক সুজিত দাশ, যুগ্ম সম্পাদক বুলবুল সেন, কাজল পাল, স্বপন বিশ্বাস ও টিস্যু গুহ।  
এছাড়াও উভয় স্থানে উপহার সামগ্রী বিতরণকা‌লে আরো উপস্থিত ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদ সভাপতি শ্রী শংকর প্রসাদ দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন গুপ্ত, কালীপুর ইউনিয়ন সংসদ সাধারণ সম্পাদক শ্রী যীশুকৃষ্ণ পাল, অভিজিত চৌধুরী, মাস্টার তপন ধর, চাম্বল ইউনিয়ন সভাপতি সৌরভ দেবনাথ, সুশেন সরকার, সুমন তালুকদার, হীরক দাশ, সঞ্জীব দাশ, অভিষেক দাশ ও অনিক রুদ্র দেবু। 
আয়োজনে সা‌র্বিক সহযোগিতা ক‌রেন ধন্যবাদ জ্ঞাপন করা হয় সুমন চৌধুরী, রঞ্জন মহাজন, ডাঃ সুরজিত দত্ত, শোভা রানী ধর, কিরন দেব, সুভাষ গুহ, মাস্টার তপন ধর, পীযুষ দত্ত, শ্যামল বৈদ্য, সুরঞ্জিত রুদ্র, অমল রুদ্র, সুমন দাশ ও সজল দাশ।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages