মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে পদ্মার তীরে অবস্থিতি ঢাকার দোহার উপজেলা। স্বাস্থ্যবিধি না মানায় ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ উপজেলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২০ জন।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কর্মকর্তা জানায়, গত ১৬ জুন ২৮ জনের নমুনা পাঠালে, ৭ জনের করোনা পজিটিভ আসে। মোট আক্রান্ত হয়েছে ২২০ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে উপজেলার জয়পাড়ায়-২, মুকসুদপুর- ২, রাইপাড়া-১, সুতারপাড়ায় -১ ও নয়াবাড়ি ইউনিয়নে ১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন ফোনে জানায়, আমাদের আরও সচেতন হতে হবে এবং সরকারি নির্দশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে রেহাই পাওয়া যেতে পারে। সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা চেষ্টা করছি সকলকে সচেতন করার জন্য, সেই সাথে আক্রান্তদের বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment