আনোয়ারা হাসপাতাল গেট থেকে ‘বাঁশখালীর মেয়ে’ সেলিনা আক্তারের উদ্ধার! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 24 June 2020

আনোয়ারা হাসপাতাল গেট থেকে ‘বাঁশখালীর মেয়ে’ সেলিনা আক্তারের উদ্ধার!

মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হাসপাতাল গেটে সেলিনা আক্তার শেলী (২২) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ পাওয়া গেছে। আনোয়ারা থানার পুলিশ লাশ উদ্ধার পর মর্গে প্রেরণ করেছে।
আজ বুধবার (২৪ জুন) ভোর ৫ টায় হাসপাতালের গেটে মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আনোয়ারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্বার করে। হত্যা নাকি আত্মহত্যা কোনো কিছুই বলা যাচ্ছে না। মরদেহের গলায় আঘাতের দাগ রয়েছে। পরনে নীল রঙের সেলোয়ার কামিজ ছিল।
আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক মো. এমরান একুশে মিডিয়াকে বলেন, ভোরে খবর পেয়ে আনোয়ারা হাসপাতাল গেট থেকে মহিলার লাশটি উদ্ধার করি। লাশের গলায় দাগ থাকলেও কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়। ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। মরদেহটি কে বা কারা হাসপাতালের গেটে ফেলে গেছে, এ ব্যাপারে কিছু জানা যায়নি।
উপ পুলিশ পরিদর্শক এমরান আরো বলেন, স্থানীয়রা জানিয়েছেন মরদেহ পাওয়া মহিলা দ্বিতীয় সংসার করছিলেন। ২ বছর আগে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মিঠাছড়ি গ্রামের মালুমঘাট এলাকার মোহাম্মদ নোমানের পুত্র সাকিবের সাথে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের জেবল হোসেনের মেয়ে সেলিনা আকতারের বিয়ে হয়।
স্বামী স্ত্রী দুজনই কেইপিজেডে চাকরি করতেন। বৈরাগ তেলের দোকানের এলাকায় ভাড়া বাসায় থাকেন।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ একুশে মিডিয়াকে বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছেন। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages