ঢাকার দোহারে উজানের পানিতে প্লাবিত,
অসহায়,দরিদ্র পানি বন্দী পরিবারের মাঝে ঈদ উপহার ঈদ সামগ্রী বিতরণ করেছেন
শিল্পপতি ইঞ্জিনিয়ার মেহেবুব কবির ও তার সহধর্মিণী ডা, সিফাত ফারহানা
নাহিদ।
উপজেলার মুকসুদপুর, নারিশা ও সুতারপাড়া ইনিয়নে এ উপহার বিতরণ করেন।
শনিবার সকালে, শিল্পপতি ইঞ্জিনিয়ার মেহেবুব কবির ও তার সহধর্মিণী ডা, সিফাত
ফারহানা নাহিদের নিজস্ব অর্থায়নে উপজেলার মুকসুদপুর, নারিশা ও সুতারপাড়া
ইউনিয়নের দরিদ্র ও অসহয় পানি বন্দী প্রায় সাড়ে ৮শত পরিবারদের মাঝে ঈদ
সামগ্রী বিতরণ করেন।
প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক
মাহবুবুর রহমান টিপু, দৈনিক আগামী সময়ের আবুল হাসেম ফকির, দৈনিক তৃতীয়া
মাত্রা ও একুশে মিডিয়া’র মোঃ জাকির হোসেন, মোতালেব বেপারী, মহিদুল ইসলাম পলাশ,
মোস্তফা, সফি উদ্দিন, আনোয়ার,পারভেজ ও শরীফ হাসান প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment